ইন্টারভিউ
লিখেছেন লিখেছেন মামুন ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৩১:০০ বিকাল
আব্দুল মতিন ইন্টারভিউর জন্য যখন মেসের রুম থেকে বের হল, চারদিক কাঁপিয়ে ঝুম বৃষ্টি শুরু হয়। ছোট্ট ফোল্ডিং ছাতাটি মেলে দিয়ে বাস ষ্ট্যাণ্ডের দিকে রওয়ানা হল। ভাগ্যিস রুম মেটের কাছ থেকে এটি ধার চেয়ে সাথে এনেছিল।
ভাঙা ইটের রাস্তাটি এবড়ো থেবড়ো। ইতোমধ্যেই জল জমেছে বেশ। কালি করা জুতোর সামনের ডান পাশে কাদা লেগে গেছে। মনটাই খারাপ হয়ে গেলো ওটা দেখে। আজই বৃষ্টিটা নামার দরকার ছিল?
বাস ষ্ট্যাণ্ডে পৌঁছাতে পৌঁছাতে প্যান্টের নীচের দিকটা ভিজে একাকার। কাদা এবং বালির ছিটে কেমন জাঁকিয়ে বসেছে সেই জায়গাটুকুতে। কালো প্যান্ট বলে রক্ষে।
বাসে উঠে বসার সীট পেলো না। একহাতে ফাইল এবং অন্যহাতে ভেজা ছাতা। ছাতার পানি পাশের সীটে বসে থাকা একজনের শরীরে লাগতেই কেমন রাগত স্বরে অদ্ভুদ অভিব্যক্তি প্রকাশ করল। ফাইলসহ বাসের রড ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে আব্দুল মতিন। একবার ভাবে, মেসেই ফিরে যায়। দরকার নেই আজ ইন্টারভিউ দেবার। যে ক'টা টিউশন রয়েছে, তাতেই তো বেশ চলছে। কি দরকার হুদা কামে গোলামীর জিঞ্জির পড়বার। পরক্ষণেই দু'টি মায়াবী চোখের মৃদু তিরষ্কার মানসপটে ভেসে উঠে। অভিমানী দু'টি ঠোট ঈষৎ বেঁকে আছে... অনিন্দ্য সুন্দর এক মুখচ্ছবি আব্দুল মতিনকে সিদ্ধান্ত পাল্টাতে সাহায্য করে। তাঁকে যে দু'মাস সময় বেঁধে দিয়েছে এই মুখের মালকিন। এরপর সে আর নিজের ফ্যামিলিকে মানাতে পারবে না। অন্য কারো হাত ধরে চলে যেতে হবে তাঁকে।
পিঠের কিছু অংশও ভিজে গেছে। একটু একটু শীত লাগছে এখন। জুতোর ভিতরেও মোজা ভিজে চুপচুপা। প্রচন্ড এক বিরক্তি সাথে নিয়ে এক ঘন বর্ষায় বাসের রড ধরে দাঁড়িয়ে থাকা আব্দুল মতিন সবার অলক্ষ্যে দীর্ঘশ্বাস ছাড়ে। একটু কি কেঁপেও উঠে? তবে আশেপাশের কেউই- এমনকি ওর শরীরের সাথে ঠেক দিয়ে দাঁড়ানো টেকো ভদ্রলোকও কিছুই টের পেলেন না। এমন হাজারো দীর্ঘশ্বাস এবং ক্ষণে ক্ষণে কেঁপে উঠা বাসের প্রতিটি মানুষের কাছেই মামুলি ব্যাপার। হরহামেশাই ঘটছে।তারা কি ওর মত এগুলো অনুভব করে?
একজন আব্দুল মতিন ইন্টারভিউ দিতে যাবার পথে চলন্ত বাসের ভেতর রড ধরে দাঁড়িয়ে ভাবতে থাকে। সামনে দৃষ্টি চলে না, পিছনেও ঝাপসা। আর ভাবনার এই মুহুর্তটাও কেমন স্যাঁতস্যাঁতে আর অবরুদ্ধ মনে হয় ওর কাছে।।
অণুগল্প
বিষয়: সাহিত্য
১১৭৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যেন কিভাবে বুঝে যান সবই।
ভালো লেগেছে।
আমি নিজেই অনেক বছর আব্দুল মতিনের রূপে ছিলাম, তাই আমি কিছুটা অনুধাবন করি ভাই।
ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা নিরন্তর।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ পড়বার জন্য।
শুভেচ্ছা রইলো।
তবে আব্দুল মতিনেরা বাস্তবে নায়ক হতে পারে না।
এরা অতি সাধারণ মানুষ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছাও রইলো নিরন্তর।
ভালো থাকবেন।
হ্যা, আর একটু সামনে যাওয়া যেতো। ইচ্ছে করেই যাইনি। এটাকে একটি গল্পে রূপ দিবো ইনশা আল্লাহ। আসলে আরো অনেকগুলো অণুগল্প লিখে রেখেছি, সেগুলো পরবর্তিটে ছোট গল্পে রূপ দেবার ইচ্ছেটা আছে।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা লেখাটি পড়বার এবং অনুভূতি রেখে যাবার জন্য।
ধন্যবাদ। সুন্দর মন্তব্যের এবং অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
কিন্তু আপনার প্রসংসা মাথায় তুলে রাখলাম।
ভালো থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন